1. ICMAB ( Institute of Cost & Management Accountants of Bangladesh) প্রতিষ্ঠান থেকে CMA(Cost & Management Accountants) ডিগ্রিটা প্রদান করা হয়।
2. একজন স্টুডেন্ট সব সাবজেক্টে পাস করার পর তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাতে পারলে তাকে ACMA= ASSOCIATE COST & MANAGEMENT ACCOUNTANT বলে গন্য করে থাকে।
তারপর বছর পাঁচেক পর নিদিষ্ট কিছু বিষয় এবং শর্তাদি পূরন সাপেক্ষে FCMA = FELLOW COST & MANAGEMENT ACCOUNTANT বলা হতে থাকে।
3. ইন্টারমিডিয়েট বা অনার্স চলাকালীন সময়ে ভর্তি হলে2000 মার্কের 20 টা সাবজেক্ট পড়তে হয়।
অনার্সের পর ভর্তি হলে 1700 – 1500 মার্ক পড়তে হয়, যদি তিনি 3-6টি বিষয়ে ছাড় পান।
4. Accounting, Finance,Marketing, Management এ অনার্স করা থাকলে এবং Qualified CGPA থাকলে 3-6 টা সাবজেক্ট ছাড় পাবে ।
5. CMA তে কোনো নির্দিস্ট পাস মার্ক নেই।33 পেলে পাস বা 50 পেলে পাস এমন কোনো নির্দিস্ট পাস মার্ক নির্ধারন করা নেই। প্রশ্নের সহজ কঠিনের উপর ভিত্তি করে প্রতি এক্সামে পাসের নম্বর চেঞ্জ হয়। পাস মার্ক কত কোনো স্টুডেন্ট বলতে পারে না। এক্ষেত্রে খুবই গোপনীয়তা রক্ষা করা হয়।
6. বছরে ৩ বার পরিক্ষা হয়। জানুয়ারি, মে আর সেপ্টেম্বর।
7. সব মিলিয়ে খরচ হয় 100000+ টাকারও কম। সরকারি প্রতিষ্ঠান তাই কম খরচে পড়ার ব্যবস্থা।
8. সাবজেক্ট প্রতি এক্সাম ফি 625 থেকে 780 টাকা সর্বোচ্চ। আর করেসপন্ডনসে ভর্তি হলে এসাইনমেন্ট জমা না দিলে প্রতি সাবজেক্টে1000 টাকা জরিমানা দিতে হবে। আর কোচিং এ ভর্তি হয়ে ক্লাস 75% এর নিচে হলে প্রতি সাবজেক্টের জন্য 1000 টাকা জরিমানা দিতে হবে।
9. দুইটা প্রদ্ধতি আছে ভর্তি হওয়ার যেকোনো একটা গ্রহন করা যায়।
কোচিং প্রদ্ধতি আর করেসপন্ডনস প্রদ্ধতি।
কোচিং প্রদ্ধতিতে ভর্তি হলে ক্লাস করতে হয় 75 % এটেনডেন্স দরকার হয়। সম্ভব না হলে করেসপনডেন্সে ভর্তি হতে হয়। এক্ষেত্রে ক্লাস না করলেও চলে তবে প্রতি সাবজেক্টের এসাইনমেন্ট জমা দিতে হয়।
এসাইনমেন্ট না দিলে বা ক্লাস না করতে পারলে প্নতি সাবজেক্টে 1000 টাকা জরিমানা দিলে এক্সাম দিতে পারবে।
10. CMA প্রফেশনাল ডিগ্রি। এটাকে অনার্স মাস্টার্সের সাথে তুলনা করা যাবে না। গতানুগতিক পড়াশোনার চেয়ে এখানে বাড়তি কেয়ার নিয়ে পড়াশোনার দরকার হয়। প্রতিটি সাবজেক্টের জন্য একাধিক বইয়ের দরকার হয় বা পড়তে হয়। অংকের সাবজেক্টের জন্য অনেক সময় পাঁচটা থেকে সাতটা বইও পড়া লাগতে পারে।
11. এক্সামের 50 – 60 দিনের মধ্যে সাধারনত রেজাল্ট দিয়ে দেয়। রেজাল্টে মার্ক ব্যবহার করা হয় না। গ্রেড ব্যবহার করা হয়। এই গ্রেড অন্য যেকোনো গ্রেড থেকে আলাদা।
12. মূলত অনার্সের পর দুই বছরের কোর্স বলা হলেও এভারেজে4 থেকে 6 বছর লেগে যায় একেকজন স্টুডেন্টের। ভর্তির সময় রেজিস্ট্রেশনটার মেয়াদ দেয়া হয় 10 বছর। কারো কারো10 বছরের উপরে লাগে তাদের পূনরায় রেজিস্ট্রেশনটা করতে হয়।
13. মোট 5 টা LEVEL পড়তে হয়।
Level 3 পর্যন্ত কেউ পাস করতে পারলে সে নিজেকে PARTLY QUALIFIED বা CMA(INTER) বলে দাবি করতে পারে।
14. লাইব্রেরি ইউজ করতে চাইলে ভর্তির পর লাইব্রেরিতে যোগাযোগ করে লাইব্রেরি কার্ড তৈরি করে নিতে হবে।
প্রতিবছর লাইব্রেরি কার্ড রিনিউ করতে হয়। বাৎসরিক রিনিউ খরচ হবে 300 টাকা।
এছাড়া লাইব্রেরি ইউজে আর কোনো খরচ কখনোই দিতে হয় না। লাইব্রেরিতে অসংখ্য বই আছে সেগুলোও ইউজ করতে পারবেন।
15. সম্পূর্ন পড়াশোনা লেখা ইংলিশে, সুতরাং ইংলিশে দুর্বলতা থাকলে সমস্যা হতে পারে।
16. যেকোনো সাবজেক্টে ফেল করলে আজীবন এক্সাম দেয়া যায়। বয়স লিমিটেশন বলে কিছু নেই। যেকোনো বয়সে যেকেউ ভর্তি হতে পারেন। ভর্তির জন্য কোনো এক্সাম দিতে হয় না।
17. ইন্টারমিডিয়েটের পর ভর্তি হতে চাইলে SSC + HSC মিলিয়ে8 (আট )পয়েন্ট থাকতে হবে। আট পয়েন্ট না থাকলে ভর্তি হতে পারবে না।
আর যেকোনো সাবজেক্টে অনার্স করলেই সিএমএ তে ভর্তি হওয়া যায়। সাইন্স আর্টসের অসংখ্য স্টুডেন্ট সিএমএ করছেন বর্তমানে।
18. এসাইনমেন্ট কিভাবে লিখতে হবে এটা ICMAB এর ওয়েব সাইটে দেয়া আছে। গুগলে সার্চ দেবেন- “ICMAB ASSIGNMENT” আশা করি পেয়ে যাবেন।# ASSIGNMENT FILE আপনারERP একাউন্টে ভর্তির পর সেন্ট করবে।ERP তে ফাইলগুলো আসার পর থেকে ত্রিশ দিন সময় পাবেন এসাইনমেন্ট হাতে লিখে জমা দেওয়ার।
ডেট ওভার হয়ে গেলে জরিমানা দিতে হবে।
19. ICMAB এর আছে সমৃদ্ধ একটা ওয়েবসাইট – icmab.org.bd
সমস্ত প্রশ্নের উত্তর এই ওয়েবসাইটে পাবেন।
দরকার একটু সময় দেয়া।
20. ভর্তির পর আপনাকে একটা রেজিস্ট্রেশন নম্বর দেয়া হবে। ERP তে একটা একাউন্ট পাবেন যা পাসওয়ার্ড প্রটেক্টেড। আপনার সমস্ত ডিটেলস ওখানে থাকবে। যেমন পাস, ফেল, এসাইনমেন্ট, ফরম ফিলাপ, পেমেন্ট রেকর্ডসহ অনেক তথ্য পেতে থাকবেন।
21. ICMAB এর মূল ব্রান্চ হলো ঢাকার নীলক্ষেতে, কাটাবন রোডে। এছাড়া খুলনা, চট্টগ্রামে ব্রান্চ আছে। রাজশাহী, কুমিল্লা, যশোরে আছে স্টাডি সেন্টার। যেকোনো একটাতে ভর্তি হলেই হয়- পড়াশোনা সম্পূর্ন নিজেকে করতে হয়।
22. কোচিং প্রদ্ধতিতে ভর্তি হলে 15 বা 30 টা ক্লাস হয় যাতে একজন স্টুডেন্ট বেশি হলে বেসিকটা ধরতে পারে। শুধু ক্লাস করে সিলেবাস কভার করা সম্ভব না
23. ICMAB এর নতুন সিলেবাসটা CIMA UK এর সিলেবাসকে এডপ্ট করেছে। সুতরাং আমাদের CIMA UK এর ওই সিলেবাসের বইপত্র পড়তে হয়।
24. CMA কমপ্লিট করে 5 টা সাবজেক্ট পাস করলে ACCA ডিগ্রিটা নেয়া যায়।
ACCA তে13 টা সাবজেক্ট 8 থেকে 9 টা ছাড় পাবেন। বিদেশ যাওয়ার প্লান থাকলে ACCA, CIMA এসব ডিগ্রি খুবই হেল্পফুল।
25. CMA এর পর CA করা যায়। CA তে চারটা সাবজেক্ট ছাড় পাবেন এবং আর্টিকেলশীপের সময় তিন বছরের জায়গায় দুইবছর করতে হবে।
26. অনেক জিজ্ঞাসা করেন প্রাইভেট পড়তে হয় কিনা-
অনেকে প্রাইভেট পড়েন আবার অনেকে নিজে নিজে পড়েই পাস করেন। সবার মেধা একরকম না। প্রাইভেট পড়ার চেয়ে গ্রুপ স্টাডি বেশি সহায়ক বলে মনে করি।
27. ক্লাস হয় সাধারনত সন্ধ্যার পর । যেকেউ ক্লাসে এটেন্ড করতে পারেন। করেসপন্ডনসে ভর্তি হলেও ক্লাস করতে বাধা নেই।
28. ভর্তি থেকে শুরু করে সমস্ত পেমেন্ট করতে হয় ব্যাংকের মাধ্যমে- “Bank Asia”