Tally Prime কি?
Tally Prime একটি বহুল প্রচলিত একাউন্টিং সফটওয়্যার, যা কোম্পানির বিভিন্ন রকমের লেনদেন, ক্রয়, বিক্রয়, ভাউচার, খরচ, ট্যাক্স সহ বিভিন্ন হিসাব খাতের ব্যবস্থাপনার জন্য প্রায় ১০০টিরও বেশি দেশে ব্যবহার হয়।
কেন এই কোর্স করবেন?
একাউন্টিং বা ইআরপি সফটওয়্যারের ক্ষেত্রে Tally Prime সফটওয়্যারটি বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। তাই যারা একাউনটেন্ট হিসেবে বা একাউন্টস ফিল্ডে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এই কোর্সটি বিশেষ গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশী দেশে Tally Prime সফটওয়্যারটি ব্যবহার হয় এবং দেশে-বিদেশে সবচেয়ে প্রচলিত একাউন্টিং সফটওয়্যার। ACCA স্টুডেন্টদের জন্য এই কোর্সটি তাদের পাঠ্যসূচীর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দেশে হোক বা বিদেশে একাউন্টস সেকশনে কাজ করতে ইচ্ছুক যে কারও জন্য এই সফটওয়্যারটি জানা আবশ্যক।
কাদের জন্য এই কোর্স?
কমার্স বা ব্যবসায় শিক্ষা শাখায় যে কোন বিষয়ের/কোর্সের অধ্যয়নরত ছাত্র ছাত্রী বা চাকুরি প্রত্যাশী যে কেও নিজেকে চাকুরীর বাজারের জন্য প্রস্তুত করতে শিখতে পারেন।
মিডল ইষ্ট বা মধ্যপ্রাচ্যে কোম্পানী গুলোর বেশির ভাগ CFO (Chief Financial Officer) হলো ভারতীয়। ট্যালি যেহেতু ভারতীয় সফটওয়্যার হওয়ায় সে সব কোম্পানীর বেশির ভাগই ট্যালী ব্যবহার করে। তাই যারা মধ্যপ্রাচ্যে যেতে ইচ্ছুক তারা ট্যালী শিখে গেলে ইনশাল্লাহ ভালো অফিশিয়াল জব পাওয়ার সম্ভাবনাও বাড়বে।
একাউন্টিং প্রফেশনাল ছাড়াও ACCA, CIMA, ICMA, ICAB, ICSB, BBA, BBS এর ছাত্র-ছাত্রীরা এই কোর্সটি করতে পারেন। যারাই একাউন্টসে ক্যারিয়ারে গড়তে চান তাদের জন্য এই কোর্সটি অত্যাবশ্যক। Tally Prime সফটওয়্যারটি একাউন্টস এর বিভিন্ন কাজে ব্যবহার হয় তাই জুনিয়র এক্সিকিউটিভ থেকে শুরু করে টপ ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং লেভেল এর সবার জন্য এই কোর্সটি সহায়ক।
এই কোর্স করে দেশে বা বিদেশে কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করা যাবে?
Tally Prime সফটওয়্যারটি, একাউন্টিং সফটওয়্যার হিসেবে বিশ্বে সর্বজন স্বীকৃত এবং বর্তমানে ১০০টির বেশি দেশে একাউন্টিং এবং ইআরপি সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের সবচেয়ে প্রচলিত অনলাইন জব পোর্টাল হল bdjobs এবং vainbd সেখানে একাউন্টিং প্রফেশনালদের জন্য অফার করা জব গুলোর বেশীর ভাগ জবে-ই Tally Prime সফটওয়্যার জানা লোক চাওয়া হয়। এছাড়াও বিশ্বের প্রায় দেশেই একাউন্টস সেকশনে Tally Prime সফটওয়্যারটি ব্যবহার করা হয় তাই এই সফটওয়্যার এ কাজ জানা লোকের জন্য প্রায় দেশেই চাকুরির দরজা খোলা থাকে।
এই কোর্স করে কোন কোন ক্ষেত্রে কাজে লাগানো যাবে?
কোর্সটি করে নিচের ক্ষেত্রগুলোতে Tally Prime সফটওয়্যার ব্যবহার করা যাবে-
• -বেসিক একাউন্টিং
• -ইনভেন্টরী ম্যানেজমেন্ট
• -ব্যাংকিং লেনদেন
• -ভ্যাট ও ট্যাক্স নিরুপন এবং এই খাতের হিসাব রাখা।
• -ষ্টক, এসেটস এবং ফিন্যান্সিয়াল রিপোর্ট তৈরিতে।
কেন কোম্পানীদের কাছে ট্যালী জনপ্রিয়?
Tally Prime হচ্ছে একটি কমপ্লিট বিজনেস সফটওয়্যার । ট্যালী দিয়ে সকল ধরনের বিজনেস খুব ভালো ভাবে পরিচালনা করা যায়। একটি কোম্পানীর বিভিন্ন ডিপার্ট্মেন্ট এর কাজ নিখুতভাবে করার জন্য ট্যালীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
নিচে উদাহরনের সাহায্যে বিস্তারিত দেখানো হলো-
1. একাউন্টস ডিপার্টমেন্ট (Accounts Module)
2. ফিনান্স ডিপার্টমেন্ট (Accounts & Banking Module)
3. ইনভেন্টরি ডিপার্টমেন্ট – গার্মেন্টস, ডিপো, স্টক ম্যনেজমেন্ট (Inventory Module)
4. এইচ আর ডিপার্টমেন্ট (Payroll Module)
5. সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট (Inventory Module)
6. কমার্শিয়াল ডিপার্টমেন্ট (Banking & VAT TAX Module)
7. অন্যান্য সকল ডিপার্টমেন্ট
Tally Prime এর নতুন ব্যাচে এখনি ভর্তি নিশ্চিত করে অন্যদের থেকে এগিয়ে থাকুন…
ক্লাস কনটেন্ট ও বিস্তারিত জানতে পেইজে মেসেজ বা ফোন দিয়ে সিট বুকিং করুন অথবা নিচের ফর্মটি ফিলাপ করুন।